পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির জীবিত একটি ডলফিন। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন ওই ডোবায় ডলফিনটি চোখে পড়ে। যার দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট।
ডোবার পানিতে জীবিত ডলফিন ভেসে আসার খবর পেয়ে আশপাশ এলাকা থেকে কৌতুহলী মানুষ ভিড় করেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
তারা ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিকেল পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করেন।

এনিমেল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আল মনজির জানান, জেলেদের জালে আটকে গিয়ে অনেকটা আহত হয় ডলফিনটি। ধারণা করা হচ্ছে, আহত হওয়ার পর পথভ্রষ্ট হয়ে ডলফিনটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়ে। তিনি জানান, এর আগে কখনও দক্ষিণাঞ্চলে ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























