কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের ওপরও হামলা হয়েছে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেছেন, “কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা করছেন।”
রোববার (১৯ মে) বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান। এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেল ও আবাসিক ভবনে দলবেঁধে হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীরা। অনেকেই হামলার শিকার হয়েছেন। নিরাপত্তাহীনতা আর অনিশ্চিয়তায় বাংলাদেশের অন্তত ৮০০ মেডিকেল শিক্ষার্থীর দিন কাটছে।
এর আগে গত ১৩ মে একদল মিশরীয় শিক্ষার্থীর সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে কী নিয়ে তাদের মধ্যে এ বিরোধ বেঁধেছিল তা বিস্তারিত জানা যায়নি।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (১৭ মে) রাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বেশ কিছু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও বেসরকারি আবাসনে হামলা চালান স্থানীয়রা। এসব হোস্টেল ও ভবনে মূলত বিদেশি শিক্ষার্থীরা বসবাস করেন।
পরদিন শনিবার (১৮ মে) পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে ডন জানায়, শুক্রবার মধ্যরাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের আবাসিক ভবনগুলোতে হামলা চালায় শত শত কিরগিজ পুরুষ। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নিরাপত্তা শঙ্কার কারণে কিরগিজস্তানে বসবাসরত পাকিস্তানি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দেয় পাকিস্তানি দূতাবাস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ঘরে থাকতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় কনস্যুলেট ‘এক্সে’ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলেও শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনো সমস্যায় দূতাবাসকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ অবস্থায় নিরাপত্তা শঙ্কা নিয়ে বাঁচার আকুতি জানান বাংলাদেশি শিক্ষার্থীরা। এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। তবে সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। রোববার এ বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।



































