• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০২:৪৪ পিএম
সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। ফাইল ফটো

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মঙ্গলবার (১৪ মে) সকালে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, “আদালতের অনুমতি নিয়ে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।”

এর আগে, গত বছরের ২৬ আগস্ট চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা আব্বাস। ২০২২ সালের ২৪ মে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। ওই সময় তার স্ত্রী-সন্তানও সঙ্গে ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!