পিলখানা ট্র্যাজেডির উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, “রোববার সকাল সাড়ে ১০টায় বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যাবেন।”
এর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কিছু বিপথগামী সদস্য দাবি আদায়ের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায়। অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বিপথগামী বিদ্রোহীদের হাত থেকে রেহাই পায়নি শিশু ও নারীরাও। তারা নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিককেও নির্মমভাবে হত্যা করে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























