রাজধানীর শাহবাগ থানার সামনে জব্দ করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা ২৩ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।
শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নীলকমল চক্রবর্তী বলেন, “মামলার আলামত হিসেবে জব্দ করা বাসটি থানার সামনে রাখা ছিল। হঠাৎ করেই রাত ১১টা ২৩ মিনিটের দিকে বাসে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর দপ্তর থেকে দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।”
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























