দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জানুয়ারি) ২৯৮ সংসদীয় আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান তিনি।
ইসি আলমগীর বলেন, “নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সেটি প্রকাশ হবে। ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।”
নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ ছিল না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসি আলমগীর বলেন, “কে, কী বলল সেটা দেখা আমাদের দেখার কাজ। আমরা কোনো অনিয়ম গ্রহণ করিনি, নিয়ম মেনেই নির্বাচন হয়েছে।”































