মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তির দাবিতে ঢাকায় ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব সাজিদুর রহমান।
সাজিদুর রহমান বলেন, “আমরা দেখতে চাই, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সব আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায়, ২৯ ডিসেম্বর শুক্রবার সারা দেশ থেকে জনগণ জড়ো হয়ে মহাসমাবেশ করবে।”
দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেছেন, “আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সব আলেমকে মুক্তি না দিলে নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।”






























