• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে সহায়তা করব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৪:৫৩ পিএম
‘বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে সহায়তা করব’
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি সহায়তা চাইলে অবশ্যই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, “বিএনপি যদি বলে, আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করুন, তাহলে অবশ্যই করব। তবে, রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না।”

রোববার (১৯ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, “যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায়, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।”

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “১৯৭০ সাল থেকে দেখে আসছি, সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে।”

মো. আলমগীর আরও বলেন, “প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!