ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠক শেষে এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
বৈঠকে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, “হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার যে হুমকি দিয়েছেন তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রতিহিংসাপরায়ণতার আরেকটি উদাহরণ। বস্তুত ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতার বিপরীতে ফিলিস্তিনিরা আত্মরক্ষার অধিকার থেকে ইসরায়েলের ওপর আক্রমণ পরিচালিত করেছে।”
নেতারা বলেন, “বস্তুত জাতিসংঘের উপর্যুপরি প্রস্তাবের পরও স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র মেনে নিতে ইসরায়েলের অস্বীকার, আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রহরায় ইহুদিদের অনুপ্রবেশ, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। সাম্প্রতিক আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা তারই পরিণতি।”
নেতারা আরও বলেন, “ওয়ার্কার্স পার্টি সুস্পষ্ট ভাষায় বলতে চায়, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান।”
ওয়ার্কার্স পার্টির সভায় ইসরায়েলি হামলার ‘উলঙ্গ’ সমর্থন দানের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে নিন্দা জানানো হয়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























