জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুরআন খতম, দোয়া এবং ৫ হাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে নেতারা বঙ্গবন্ধুর সপরিবার ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ নিহত সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। ইতোমধ্যে ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কিছু খুনিদের ফাঁসির কার্যক্রম সম্পন্ন করায় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি পলাতক বাকি খুনিদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এছাড়াও এ হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী জিয়াউর রহমান ইনডেমনিটি আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করায় তার মরণোত্তর বিচার করার দাবি জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি হারুনুর রশিদ, ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাসেল ভূইঁয়া, ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জুয়েল, ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়াসহ দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।































