১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনসহ ৩ দফা দাবিতে গণভবনের অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তানজিম আহমদ (সোহেল তাজ)।
সোমবার (১০ এপ্রিল) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই অভিযাত্রা শুরু করেন।
গণভবনের সামনে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে সোহেল তাজ বলেন, “আপনি বঙ্গবন্ধুর কন্যা। আমি আপনার কাছে দাবি করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে সঠিকভাবে জানতে পারে। এই গৌরবের শক্তিকে তারা নিজেদের প্রাণশক্তি হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে পারে। নতুন প্রজন্ম হচ্ছে আমাদের চালিকা শক্তি। এটি শুধু আমার দাবি নয়, আপনিসহ মুক্তিযুদ্ধের সব গণমানুষের প্রাণের দাবি। এই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন।
সোহেল তাজের তিন দাবি হলো─  
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. তিন নভেম্বর জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























