পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। যারা প্রার্থী হতে আগ্রহী তাদের ধানমণ্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
মঙ্গলবার (৪এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী; বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

































