• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেতাকর্মীদের গ্রেপ্তার করে বাণিজ্য করছে পুলিশ : বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:৪৪ পিএম
নেতাকর্মীদের গ্রেপ্তার করে বাণিজ্য করছে পুলিশ : বিএনপি

সারা দেশে গত তিন দিনে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়রানি করে ভয়ভীতি দেখিয়ে গ্রেপ্তার-বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, “বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের কারও বিরুদ্ধে কোনো মামলা ছিল না।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা ঘোষণার পর নেতাকর্মীদের হয়রানির মাত্রা বাড়িয়েছে পুলিশ।”

এ ছাড়া বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!