• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

করোনায় আরও ২ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৬:৫৯ পিএম
করোনায় আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও দুইজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৪ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫ জন। সোমবার করোনা সংক্রমণ কমেছে দশমিক ৩৫ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮৫  শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৯২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫১ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। রোববারও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৭৪ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল দশমিক ৭৪ শতাংশ।

Link copied!