• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৮:৫৬ পিএম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন; মৃত্যু হয়েছে দুইজনের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৬১৩ জনে। মোট মারা গেছেন ১ হাজার ৬৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার ২১১ জন, ঢাকায় ভর্তি হয়েছেন ৯৭ জন। এছাড়া মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার।

আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৩৪০ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ৯ হাজার ২৭৩ জন। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মোট মারা গেছেন ৯৬৭ জন; ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মারা গেছেন ৭০৯ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৮২৩ জন রোগী। তাদের মধ্যে ৫৩৭ জন ঢাকায় এবং ১ হাজার ২৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৬৭২২ জন।

মাসওয়ারি মৃত্যুর হিসাবে, জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে ৫৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!