• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

২ উপদেষ্টার সাবেক এপিএস-পিওর দুর্নীতি নিয়ে যে তথ্য দিল দুদক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:০০ পিএম
২ উপদেষ্টার সাবেক এপিএস-পিওর দুর্নীতি নিয়ে যে তথ্য দিল দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া ২ উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।  

আক্তার হোসেন বলেন, “দুইজন উপদেষ্টার এপিএস, পিও, যাদের কথা আপনারা বলছেন, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব।”

দুদক মহাপরিচালক আরও বলেন, “এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শিগগির জানতে পারবেন।”

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!