• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:১০ পিএম
শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা আগামী ১ ডিসেম্বর নির্ধারণ হয়েছে। যুক্তিতর্ক গ্রহণ শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ দিন নির্ধারণ করেন।

মামলাটিতে প্রধান আসামি হিসেবে নাম রয়েছে শেখ রেহানার। এ ছাড়া অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, এবং প্রশাসন ও রাজউকের বিভিন্ন স্তরের আরও ১৭ জনকে।

অভিযুক্তদের তালিকায় আছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মামলার দুই গুরুত্বপূর্ণ আসামি—শেখ হাসিনা ও শেখ রেহানা—পলাতক থাকায় তাদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সুযোগ আদালত বিবেচনা করেনি।

দুদকের মামলায় বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।

Link copied!