কোনো চাপের কাছে নির্বাচন কমিশন নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, ‘কেন্দ্র দখলসহ অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। কমিশনও কোনো অন্যায় আদেশ বা নির্দেশ দেবে না। আইন অনুযায়ী কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। কমিশনও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।’
সিইসি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় আমাদের এই দুরবস্থা। এ অবস্থা কাটিয়ে উঠতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।’