উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়েছে। রোববার রাত ৯টার পর তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও, সকাল ৬টায় তা কমে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ডালিয়া ব্যারাজ পয়েন্টের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক বসতবাড়িতে পানি উঠেছে।
বন্যার আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠেছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।