• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ গেছে: ক্রীড়া উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৩৬ পিএম
বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ গেছে: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে চলছে তীব্র আলোচন-সমালোচনা। নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি কয়েকজন ক্রীড়া সংগঠক মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন।

বুধবার (১ অক্টোবর) এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ফিক্সিংয়ের চেষ্টা করেছেন তামিম ভাইয়েরা। সভাপতি ও সেক্রেটারিদের কল দিয়ে কাউন্সিলর নির্ধারণে চাপ দেওয়া হয়েছে। ডিসিদের ধমকানো হয়েছে। নানা উপায়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।

আসিফ মাহমুদ জানান, বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ ভারতের ক্রিকেটার বিরাট কোহলির কাছেও পৌঁছেছে। তার ভাষায়, কেউ একজন বিরাট কোহলিকে ফোন করে অভিযোগ দিয়েছে। পরে তিনি বিষয়টি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। আমার মনে হয়, দেশের স্বার্থে বাইরে এভাবে অভিযোগ দেওয়া উচিত নয়। এতে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়।

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন—এমন সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। 

তিনি বলেন, পাপন ভাইয়ের সময়ে কাউন্সিলর আসতেন রাজনৈতিক প্রভাবের মাধ্যমে। আওয়ামী লীগের নেতারা বা তাদের পরিবারের সদস্যরা মনোনীত হতেন, যাদের ক্রীড়া সংগঠনের সঙ্গে কোনো যোগসূত্রই ছিল না। কিন্তু এখন আমরা ক্রীড়া সংগঠকদেরই সামনে আনছি।

এ সময় ক্রিকেটার আব্দুর রাজ্জাককে নিয়ে প্রশ্নের জবাবে আসিফ বলেন, রাজ্জাক ভাই আমার ব্যক্তিগত কিছু না। উনার সঙ্গে শেষবার দেখা হয়েছিল এক বছর আগে, যখন তিনি বোর্ডে কাজ করতেন।

বিসিবি নির্বাচন ঘিরে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিতর্ক আরও জোরালো হচ্ছে।

Link copied!