গ্রামীণফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে কিস্তিতে (ইএমআই) ডিভাইস-বান্ডেল কেনার সুযোগ, যেখানে প্রয়োজন হবে না ক্রেডিট কার্ডের। সহযোগী প্রতিষ্ঠান পামপে-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গ্রাহকদের ক্রেডিট কার্ডবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে গ্রামীণফোন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ফোন জানিয়েছে, বাংলাদেশে তারাই প্রথম এমন অফার দিচ্ছে গ্রাহকদের।
পামপে-এর সঙ্গে যৌথ এই উদ্যোগে গ্রামীণফোন তাদের গ্রাহকদের স্মার্টফোন এবং দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজ সহজ কিস্তিতে কেনার সুযোগ করে দিয়েছে।
২৫ সেপ্টেম্বর রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপের চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পামপে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা এবং অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।
এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে একটিকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট, এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের দুটি বান্ডেল উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উভয় ক্ষেত্রেই বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘গ্রাহকদের জন্য সবসময় উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন। পামপের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। সুবিধাজনক কিস্তি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল যোগ করে আমরা শুধু প্রাথমিক খরচের সীমাবদ্ধতা দূর করছি না, সহজ হয়েছে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকার সুযোগ যা ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।’
পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা শুধু স্মার্টফোন অর্থায়নের প্ল্যাটফর্ম থেকে আরও বিস্তৃত সেবার দিকে এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডেল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা। আমরা একসঙ্গে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।’
পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সঙ্গে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালান্সে কোনো পরিবর্তন হবে না।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























