ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টিবলয়। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ‘ঈশান ২’।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক বার্তায় বিডব্লিউওটি জানায়, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে ‘ঈশান ২’ নামের শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়। এটি মূলত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। তবে এর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।
বৃষ্টিবলয়টির প্রভাব শুরু হওয়ার আগেই দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।
বৃষ্টিবলয়টি কতটা শক্তিশালী হয়ে উঠবে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তা নির্ভর করবে এর সক্রিয়তার মাত্রার ওপর। আবহাওয়াবিদেরা বলছেন, দেশের জলবায়ুর আচরণে গত কয়েক বছর ধরে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এটি তারই একটি প্রতিফলন। আগাম সতর্কতা এবং প্রস্তুতির মাধ্যমেই এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলা সম্ভব বলে মনে করছেন তারা।
সাধারণ মানুষকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বিডব্লিউওটি।