রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার এবং মালিকপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এসময় ১০ থেকে ১২ জনকে কুপিয়ে জখম করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রমনা থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি তালুকদার বিল্লাল হোসেনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল এ হামলা চালায় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। হামলা চালিয়ে লুট করা হয় প্রায় ১৫ লাখ টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মালিবাগে সোহাগ পরিবহনের অফিসের মূলগেটে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিছু লোক হঠাৎ হামলা চালায়। এরপরই পরিবহনটির কাউন্টারেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পুর অভিযোগ, কাউন্টার, বাসার ভেতরে ঢুকে তারা দা, চাপাতি, আগ্নেয়াস্ত্রসহ আমাদের ওপর আক্রমণ করে। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে হঠাৎ করে গেট ধাক্কা দিয়ে ঢুকে আমাদের এলোপাথারি কোপাতে থাকে। আমাদের কাউন্টারে টিকিট বিক্রির ১০ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার (রমনা জোন) মাজহারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ বিশ্লেষণ করব। আমাদের ম্যানুয়াল সোর্স ও অন্যান্য টিম কাজ করছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।