• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:২৬ এএম
গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার
নাজমুল করিম খান

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। রাস্তা বন্ধ রেখে রাজধানী থেকে নিজ কর্মস্থলে যাওয়ার ঘটনা আলোচনায় আসার পর সোমবার তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরতি এক নির্দেশনা পাঠানো হয়েছে নাজমুল করিম খানকে। এতে বলা হয়, জিএমপি, গাজীপুর-এর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনাকে ২ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খানকে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার থাকার সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

অবসর থেকে ফিরিয়ে এনে দুই দফায় পদোন্নতি দিয়ে ২০২৪ সালের নভেম্বরে নাজমুলকে জিএমপি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!