• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন সম্পর্কে যা বলল আইএসপিআর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৩:০৬ পিএম
ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন সম্পর্কে যা বলল আইএসপিআর
লোগো

‘আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোতে সেনা মোতায়েন করা হবে’— সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয়েছে। এই সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন বা দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তারা বিশ্বাস করে। বিজ্ঞপ্তিতে নির্বাচনে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনাও জানানো হয়েছে।

Link copied!