• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:১৯ এএম
তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে 
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা সিআইডির একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।


সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি।

তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

Link copied!