৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এক বিবৃতিতে এ কথা জানান। এর আগে সাবেক একজন সচিব অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ থাকার দাবি করেন।
বিবৃতিতে কারও অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বানও জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। যেখানে গত শুক্রবার সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার এ অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। প্রমাণ উপস্থাপন না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করা হয়।
শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে। অবসরপ্রাপ্ত এই সচিব বলেছেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























