• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১২:১৮ পিএম
বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
লোগো

ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা-উপজেলায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের হবে। একই দিন দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে বিজয় র‍্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!