রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ বিকেল ৩টায়।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
তিনি বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছিল, সেগুলো আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে। প্রতিটি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।
মো. জুয়েল রানা বলেন, আজ বিকেল ৩টায় এই কার্যক্রম শুরু হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডির ফরেনসিক টিমের নেতৃত্বে এবং সোহরাওয়ার্দী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞ দল এই কার্যক্রম পরিচালিত করবে।
এর আগে, গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “এখানে ১০০ জনের ওপরে দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক- এটাতে রাজি হননি। এখন তারা রাজি হয়েছেন। যদি তারা সবাই রাজি হয়ে যান তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করব। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাউ করব।”
কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























