জুলাই সনদের দাবিতে শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে বন্ধ রয়েছে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল।
সরেজমিনে শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে মেট্রোরেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করছেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন কেউ কেউ। সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি কিছু পরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে।
জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন। জুলাই সনদ তাদের দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—স্লোগান দিতে শোনা যায়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























