রাজধানীর মোহাম্মদপুরে একজনকে গুলি করে ও আরেকজন পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই হত্যার ঘটনা দুটি ঘটে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে মো. ইব্রাহিম (৩২) নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক দুজন হলেন মো. রুবেল (৩৫) ও সজিব (৩২)।
জানা গেছে, আদাবর থানার নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে পূর্ব ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিসে বসে। সালিসে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল ও সজিব তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে দিয়ে তাদের আটক করে। এ সময় পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এদিকে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স আলআমিন ওরফে পাতা আলআমিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























