১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা ঢুকেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৯:৫৯ এএম
১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা ঢুকেছে
আরও দেড় লাখ রোহিঙ্গা। ছবি: রয়টার্স

গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

সংস্থাটি জানায়, মিয়ানমারে সশস্ত্র সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওই রোহিঙ্গারা। ফলে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে সেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 

রোহিঙ্গাদের এই প্রবাহকে ২০১৭ সালের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছে ইউএনএইচসিআর। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত কয়েক মাসে এ সংখ্যা আরও বেড়েছে। 

এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও অন্যান্য দাতব্য সংস্থা।

Link copied!