• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যাংক খোলা থাকবে যে কারণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৪:১৪ পিএম
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যাংক খোলা থাকবে যে কারণে
ব্যাংকের লেনদেন। ফাইল ফটো

রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থবছরের শেষ দিন সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব ব্যাংকের শাখাগুলোতে ব্যাংকিং লেনদেন চলবে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

এদিকে চলতি সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। 

আব্দুর রহমান খান বলেন, “গত অর্থবছরের চেয়ে এবার বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা রয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!