রাজধানীর রামপুরায় এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়কে চাপ দেওয়া সেই বাসচালককে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে এ তথ্য জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
মো. আ. আহাদ জানান, ঘটনার পর চালক পালিয়ে যাচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে। বাসটিও জব্দ করা হয়েছে।
ডিসি আহত আরও জানান, বাসে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুযোগসন্ধানী কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টায় ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে বাসচাপায় নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। ঘটনার পর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।
নিহত মাঈনুদ্দিন ইসলাম (১৯) এ বছর একরামুন্নেছা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার চাচাতো ভাই মো. বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে রামপুরা ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে অনাবিল বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। বাসটি উত্তরার আবদুল্লাহপুর থেকে সায়েদাবাদ যাচ্ছিল। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে এবং অন্তত ৮টি বাসে অগ্নিসংযোগ করে।





























