রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম পর্ব। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ মহাসমাবেশ শুরু হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। পরে সকাল ১০টায় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।
মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন।
আজকের মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন বলে আশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর আগে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উৎসাহের সঙ্গে তা গ্রহণ করেছেন। আশা করছি, এ সমাবেশ জাতীয় নেতাদের মিলনমেলা হতে যাচ্ছে।’ তবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























