• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকতে পারে, যা জানা গেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৩:৫৭ পিএম
বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়া কেমন থাকতে পারে, যা জানা গেল
বৃষ্টির দিন। ফাইল ফটো

সিলেট-চট্টগ্রামসহ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

বুধবার (২৫ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Link copied!