• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬
একাধিক ভিডিও ভাইরাল

জাতীয় ফল মেলায় হঠাৎ ‘লুটপাট’, মুহূর্তেই সব শেষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৩:০৯ পিএম
জাতীয় ফল মেলায় হঠাৎ ‘লুটপাট’, মুহূর্তেই সব শেষ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

জাতীয় ফল মেলা শেষ হওয়ার পরপরই দেখা যায় বিশৃঙ্খল এক পরিস্থিতি। শনিবার (২১ জুন) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত এই মেলায় দর্শনার্থীরা হঠাৎ করে লুটপাট শুরু করে দেন। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্টল। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশাল স্টলে থাকা বহু প্রজাতির ফল মুহূর্তেই লুট হয়ে যায়।

এ সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যে ‘ভাইরাল’ হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের ফল সংগ্রহের জন্য ভিড় করছেন শতাধিক মানুষ। মেলার সামনে শাপলা ফুল আকৃতির ডিসপ্লেতে সাজানো নানা রকম ফল লুট হচ্ছে। কেউ ডাব, কেউ আনারস, কেউ আম, কেউ ড্রাগন ফল ব্যাগে ভরছেন। এ সময় মেলায় কর্মরত কর্মকর্তারা বাধা দিলেও কেউ তোয়াক্কা করেননি।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও মেলা প্রাঙ্গণে অনেক দর্শনার্থী তখনও অবস্থান করছিলেন। এ সময় মঞ্চ ও প্রদর্শনী স্টলের সামনে সাজিয়ে রাখা দেশি-বিদেশি নানা প্রজাতির ফল দেখতে দেখতে হঠাৎ কিছু মানুষ এগিয়ে গিয়ে ফল নিয়ে যেতে শুরু করেন। এতে অন্যান্য দর্শনার্থীরাও হুমড়ি খেয়ে লুটপাটে অংশ নেন।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, “এটি চরম অনুশোচনাজনক ও লজ্জাজনক ঘটনা।” আবার কেউ বলছেন, “মেলায় যাওয়া মানেই উপহার নিয়ে ফেরা, এমন মনোভাব মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মী বলেন, “মেলার শেষ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমে গিয়েছিল। দর্শনার্থীর সংখ্যা তখনও অনেক বেশি ছিল। সেখান থেকেই সুযোগ নিয়ে কিছু লোক লুটপাট শুরু করে।”

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বহু প্রজাতির ফলের সংগ্রহ ছিল আমাদের স্টলে। গবেষণা ও প্রদর্শনীর জন্য এসব ফল সাজানো হয়েছিল। অথচ একদল মানুষ আচমকা এসে সব নিয়ে গেল। আমরা বাধা দিলেও কেউ শুনেননি।”

Link copied!