• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

যে এলাকায় স্ত্রী নির্যাতন সবচেয়ে বেশি, কম যেখানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:০৭ এএম
যে এলাকায় স্ত্রী নির্যাতন সবচেয়ে বেশি, কম যেখানে
প্রতীকী ছবি

স্বামীর হাতে নারীদের সহিংসতার শিকার হওয়া দিন দিন বাড়ছে। এই হার দুর্যোগপ্রবণ এলাকায় বেশি। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে বরিশাল ও খুলনায়। সবচেয়ে কম ঘটছে সিলেটে। তবে যেসব এলাকায় কম নির্যাতনের ঘটনা ঘটছে, সেখানেও নির্যাতনের মাত্রা উচ্চহারেই রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের ‘নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪’–এ উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনের সারসংক্ষেপ এ বছরের মার্চে প্রকাশ করে বিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গী বা স্বামীর হাতে জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন—এমন নারীর হার বরিশালে সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। উচ্চহার রয়েছে খুলনাতেও, ৮১ শতাংশ। সবচেয়ে কম সিলেটে, প্রায় ৭৩ শতাংশ। ঢাকাতেও এ হার ৭৩ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে প্রায় ৭৬ শতাংশ, ময়মনসিংহে ৭৫ শতাংশ, রাজশাহীতে প্রায় ৭৫ শতাংশ এবং রংপুরে ৭৪ শতাংশ নারী সহিংসতার শিকার হয়েছেন।

জরিপের সময় থেকে আগের ১২ মাসে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন, এমন নারীর হারও বরিশালে বেশি, ৫৭ শতাংশ। সে ক্ষেত্রে গত ১২ মাসে সবচেয়ে কম সহিংসতার শিকার হয়েছেন রাজশাহীর নারীরা, এ হার ৪১ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে ৫৩ শতাংশ, রংপুরে প্রায় ৫৩, খুলনায় প্রায় ৫২, সিলেটে ৫০, ময়মনসিংহে ৪৮ এবং ঢাকায় প্রায় ৪৫ শতাংশ নারী সহিংসতার শিকার হয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!