যারা যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৪ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাড়ে ৩ হাজার মানুষ গুম হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ১ হাজার ৮৫০টি গুমের ঘটনার মধ্যে এরই মধ্যে ১ হাজার ৩৫০টি ঘটনা যাচাই-বাছাই শেষ হয়েছে। সার্বিক বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
শফিকুল আলম জানান, গুমের ঘটনার অনুসন্ধান ধীরে-সুস্থে করতে হচ্ছে। গুম কমিশনের সদস্যরা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে ও যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের ডেকে এনে কথা বলে ভিকটিমের সর্বশেষ অবস্থান, জীবিত কিংবা মৃত সে ব্যাপারে জানার চেষ্টা করছেন।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























