• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৫:৩৪ পিএম
ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন

ঈদের ছুটির মধ্যেও সিএনজি/ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রতি বছর দেশের সড়কপথে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এই সময়ে যানবাহনের চাপ বেড়ে যায় এবং অনেক সময় জ্বালানি স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই ঈদের দিনসহ পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি/ফিলিং স্টেশনগুলো।  
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে দেখা গেছে, ঈদের সময় অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় বা সীমিত সময়ের জন্য খোলা থাকায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যা তাদের ঈদযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!