দেশের বিভিন্ন আদালতের ২৬৫ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক সাতটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, বদলির আদেশ পেয়েছেন ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী জজ।
এ ছাড়া ১২ জন সিনিয়র সহকারী জজকে পৃথক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।































