হাইকোর্টের বিচারপতি নিয়োগে ইতিহাস গড়ল প্রশাসন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৩:১২ পিএম
হাইকোর্টের বিচারপতি নিয়োগে ইতিহাস গড়ল প্রশাসন
প্রতীকী ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (২৮ মে) ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ অনুসারে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে যারা পূর্বে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 

তবে আরও উপযুক্ত প্রার্থীদের সুযোগ দিতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।

প্রসঙ্গত, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় চলতি বছরের ২১ জানুয়ারি প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠিত হয়। নতুন এই পদ্ধতিতে বিচারপতি নিয়োগের অংশ হিসেবে এবারই প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

Link copied!