পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৬৮ হাজার ২৮০ জন হজযাত্রী। বুধবার (২৮ মে) হজ-সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আইটি হেল্প ডেস্কের তথ্যমতে, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৬৩ হাজার ৬৯৭ জন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিয়েছে। সাউদিয়া এয়ারলাইনস ৬৪টি ফ্লাইটে নিয়েছে ২৪ হাজার ৩৮৭ জনকে, আর ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে পরিবহন করেছে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী।
এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। মক্কায় ৬ জন এবং মদিনায় ৬ জন মারা গেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমানের ১১৮টি ফ্লাইটে যাবে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়ার ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাসের ৩৪টি ফ্লাইটে যাবে ১৩ হাজার ৬৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























