বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ নিতে না দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “এটি একটি বিচারাধীন ও আইনি জটিলতায় আটকে থাকা বিষয়। এখানে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করে দোষ চাপানো সমীচীন নয়। ব্যক্তি আক্রমণ করে লাভ নেই, ইশরাককে আইনি লড়াইয়ে জিতে আসতে হবে।”
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘যুব সমাবেশ ২০২৫’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এ বিষয়ে সরকার আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সরকার জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, “ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে, তখন ব্যক্তি হিসেবে করে না।”
এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশ- ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























