স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আইনি জটিলতা নিরসন না করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার সিদ্ধান্ত নিতে চায় না সরকার। সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
জানা গেছে, আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি ‘ঢাকাবাসীর’ ব্যানারে এ আন্দোলন চলছে। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা আসা নগরবাসী।
এদিন বেলা ১১টায় কর্মসূচি শুরুর আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেন তারা। একই সঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। এতে কার্যত অচলাবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকা।
আন্দোলনকারীরা বলছেন, ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে তাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করেছেন আদালত। নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তারা এর প্রতিবাদ জানান। অবিলম্বে ইশারাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























