• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

৮শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:৫৬ পিএম
৮শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা
নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সাবেক সভাপতি, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদও মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুদকের কর্মকর্তা উপ-পরিচালক সাইদুজ্জামান।

সোমবার (৫ মে) দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!