• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধের বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৯:১২ পিএম
দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধের বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদ কার্যক্রম বন্ধের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এই তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, “সরকার কোনোভাবেই দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। আমরা জেনেছি, এটি তাদের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্তের ফল। এটি সম্পূর্ণভাবে দীপ্ত টিভি কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত।”

উল্লেখ্য, অনিবার্য কারণ উল্লেখ করে আজ দীপ্ত টিভি তাদের সংবাদ প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!