• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভিয়েতনাম থেকে এলো আরও ২০ হাজার মেট্রিক টন চাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০১:৫৫ পিএম
ভিয়েতনাম থেকে এলো আরও ২০ হাজার মেট্রিক টন চাল

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর।

সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!