খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল। বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবে তারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম লিখেছেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। বুধবার ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবে। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২১ এপ্রিল) থেকে ভিসির পদত্যাগ দাবিতে অনশন করছেন কুয়েটের কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার সকালে কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এসে ফের তাদের অনশন থেকে সরে আসার আহ্বান জানালে শিক্ষার্থীরা এবারও তা প্রত্যাখ্যান করেন।
এক রাতের অনশনে ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ছেলের অনশনের কথা শুনে অপর একজনের মা অসুস্থ হয়ে পড়লে তাকেও বাসায় পাঠিয়ে দেন সহপাঠীরা।
এখনো অনশনে আছেন বাকি ২৯ জন শিক্ষার্থী। কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদ চত্বরে রাতে মশারি টানিয়ে অনশন পালন করেন তারা।
































