মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (২২ এপ্রিল) পূর্ণাঙ্গ আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চের কার্যতালিকার ২৮ নম্বরে মামলাটি অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আজহারের পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেন। মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রিভিউ আবেদনের পর পুনরায় পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে।
জামায়াতের আইনজীবীদের দাবি, মানবতাবিরোধী অপরাধ একটি আন্তর্জাতিক মানদণ্ডের অপরাধ হলেও, সরকার আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, আজহারসহ অন্যান্য জামায়াত নেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। ফলে তৎকালীন আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল সংশোধন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তারা আরও বলেন, আজহারের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন সাক্ষীর বক্তব্য পরস্পরবিরোধী।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























